ধানমন্ডি থেকে আনোয়ার হোসেন মঞ্জু গ্রেপ্তার

By স্টার অনলাইন রিপোর্ট
2 September 2024, 11:55 AM
UPDATED 2 September 2024, 18:05 PM

জাতীয় পার্টির (মঞ্জু) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার বিকেলে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার (উত্তর) রবিউল হোসেন ভূঁইয়া বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

মঞ্জুর ঘনিষ্ঠ সহযোগী ডেইলি স্টারকে জানান, মঞ্জু তার ধানমন্ডির বাসা থেকে অন্যত্র যাওয়ার জন্য বের হলে গোয়েন্দাদের একটি দল তাকে তুলে নিয়ে যায়।

চলতি বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন তিনি।