ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু

By স্টার অনলাইন রিপোর্ট
14 September 2024, 11:18 AM
UPDATED 14 September 2024, 17:26 PM

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিন দিনের ভারত সফর শেষে আজ শনিবার বিকেলে ঢাকায় এসেছেন।

একটি কূটনৈতিক সূত্র তার ঢাকায় পৌঁছানোর খবর নিশ্চিত করেছে।

এর আগে আজ সকালে মার্কিন ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থ বিষয়ক সহকারী সচিব ব্রেন্ট নেইম্যান ঢাকায় আসেন।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর এটিই ঢাকায় কোনো মার্কিন প্রতিনিধিদলের প্রথম সফর।

আগামীকাল এই প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করবে।