১৫ বছর পর চট্টগ্রাম ওয়াসা থেকে ফজলুল্লাহকে অপসারণ

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
31 October 2024, 11:34 AM

চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে এ কে এম ফজলুল্লাহকে অপসারণ করেছে সরকার।

গতকাল বুধবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবদুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এছাড়া, পৃথক আরেকটি প্রজ্ঞাপনে চট্টগ্রাম ওয়াসা বোর্ড ভেঙে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক আনোয়ারা পাশাকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

২০০৯ সালের ৬ জুলাই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ফজলুল্লাহ। পরে ২০১১ সালে ব্যবস্থাপনা পরিচালক পদ সৃষ্টি হলে ওই পদে বসেন তিনি।

এরপর থেকে তার মেয়াদ বেশ কয়েক দফা বাড়ানো হয়েছে এবং তার বর্তমান ষষ্ঠ মেয়াদ ২০২৬ সালের ৩১ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল।

এ সময়ে বেশ কয়েকবার দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত হন ফজলুল্লাহ।