সব রাজনৈতিক মতাদর্শের মানুষের অধিকার রক্ষার আহ্বান অ্যামনেস্টির

By স্টার অনলাইন রিপোর্ট
12 November 2024, 17:52 PM

সব রাজনৈতিক মতাদর্শের মানুষের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে অ্যামনেস্টি দক্ষিণ এশিয়া আঞ্চলিক অফিস এক পোস্টে বলেছে, 'রোববার জিরো পয়েন্টে আওয়ামী লীগ সমর্থকদের ওপর হামলার ঘটনায় কর্তৃপক্ষকে অবশ্যই দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করে অপরাধীদের জবাবদিহিতার আনতে হবে।'

'রাজনৈতিক বিশ্বাসের জন্য কাউকে আক্রমণ করা তার স্বাধীন মতপ্রকাশের অধিকারের লঙ্ঘন। কর্তৃপক্ষকে অবশ্যই রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সবার অধিকার রক্ষা করতে হবে,' উল্লেখ করা হয় পোস্টে।