সাইবার নিরাপত্তা আইনের পরিবর্তে আসছে সাইবার সুরক্ষা আইন: আসিফ নজরুল

By স্টার অনলাইন রিপোর্ট
19 November 2024, 07:02 AM
UPDATED 19 November 2024, 14:16 PM

অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইনের পরিবর্তে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন নিয়ে আসতে চলেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তার কার্যকালের প্রথম ১০০ দিনের মধ্যে আইন মন্ত্রণালয়ের অর্জন সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা বলেন, 'সরকার সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য প্রবিধান প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছে।'

আসিফ নজরুল বলেন, 'সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন মন্ত্রিসভায় গৃহীত হওয়ার জন্য প্রস্তুত রয়েছে।' 

দু-একদিনের মধ্যেই এটা হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।