৩-৪ দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সিদ্ধান্ত জানাবে সরকার: আইন উপদেষ্টা

By স্টার অনলাইন রিপোর্ট
11 November 2025, 15:03 PM
UPDATED 11 November 2025, 21:15 PM

আগামী তিন থেকে চার দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। 'আইনগত সহায়তা প্রদান (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' এর খসড়া সংশোধন প্রস্তাব বিষয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আইন উপদেষ্টা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে আমরা কী পদক্ষেপ গ্রহণ করছি, এটা আগামী তিন-চার দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন। আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি। চেষ্টা করছি, সব দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশ ও জনগণের স্বার্থে যে ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেটাই আমরা নিতে যাচ্ছি।

সংস্কার নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিচার বিভাগীয় সংস্কার কমিশনে যে প্রস্তাব দিয়েছে, আমারটা আমি খুব ভালো জানি। আমারটা বলছি, ৭০ থেকে ৮০ শতাংশ সংস্কার ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। সমস্যাটা হচ্ছে, যে জিনিসটা হয়েছে, সেটা কেউ লক্ষ করে না। যেটা হয়নি, সেটা নিয়ে হাহাকার।

আসিফ নজরুল বলেন, 'যারাই আগামী নির্বাচনে বিজয়ী হবেন আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা সংস্কারগুলো ধরে রাখবেন। সংবিধান সংস্কার নিয়ে আপনাদের অনেক রকম আপত্তি অনেক রকম ভিন্নমত আছে। এগুলো সংস্কারের আইনগত বিষয় নিয়ে আপনারা কেউ ভিন্ন মত দেন নাই। এমনকি উচ্চ আদালতে যে স্বাধীন সচিবালয়, সেটার পক্ষেও সব দল মতামত দিয়েছেন। অন্তত এই আইনগুলা যেন কন্টিনিউটি যেন ধরে রাখা হয়, যতটুকু আমরা এগিয়েছি এটার জন্য আরও বেশি একটা শক্ত অবস্থানে নিয়ে যাওয়া হয়।'