পদত্যাগ করলেন স্বরাষ্ট্র সচিব, হতে পারেন দুদকের চেয়ারম্যান

By স্টার অনলাইন রিপোর্ট
10 December 2024, 04:39 AM
UPDATED 10 December 2024, 17:34 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রটি জানিয়েছে, তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান করা হতে পারে। এ ব্যাপারে আলোচনা চলছে। এ কারণে তিনি স্বরাষ্ট্র সচিবের পদ থেকে পদত্যাগ করেছেন।

এর আগে, ড. মোহাম্মদ আবদুল মোমেন গত ১৮ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। পরে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব পদেও দায়িত্ব দেওয়া হয়।

এদিকে মোহাম্মদ আবদুল মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। পদত্যাগের আবেদনের পর তার চুক্তি বাতিল করে আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।