কোনো ব্যক্তি একাধিক ব্যাটারি-রিকশার মালিক হতে পারবেন না: ডিএমপি কমিশনার

By স্টার অনলাইন রিপোর্ট
23 January 2025, 15:11 PM
UPDATED 24 January 2025, 00:03 AM

ব্যাটারিচালিত রিকশা নিয়ে নীতিমালা প্রণয়নের কাজ চলছে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, নীতিমালা চূড়ান্ত হলে যিনি চালক তিনিই মালিক—নীতিকে প্রাধান্য দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে ব্যাটারিচালিত রিকশা মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ব্যাটারিচালিত রিকশা কিছু ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলেও অনেক সমস্যা সৃষ্টি করছে। এসব সমস্যার সমাধান করতে হবে।

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা না চলে সে জন্য মালিক-শ্রমিকদের তিনি আহ্বান জানান।

ঢাকা মহানগরে বাইরের রিকশা প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানান ডিএমপি কমিশনার।

পরিবহন খাতে চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি কেউ চাঁদা দাবি করলে নিকটস্থ থানা বা পুলিশ ফাঁড়িতে জানানোর অনুরোধ জানান।