ফেব্রুয়ারিতে ৪২৪ উপজেলায় ৩০ টাকা দরে ওএমএসের চাল বিক্রি

By স্টার অনলাইন রিপোর্ট
28 January 2025, 15:11 PM

রমজান উপলক্ষে উপজেলা পর্যায়ে নিম্ন আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

দেশের ৪২৪ উপজেলার মোট ৮৪৮টি কেন্দ্রে ওএমএসের মাধ্যমে এই চাল বিক্রি হবে।

জনপ্রতি ৫ কেজি চাল এবং প্রতিকেজি ৩০ টাকা দরে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে খাদ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ফ্রেব্রুয়ারিতে ৬১ জেলার ৪০১ উপজেলায় প্রতিদিন ৩ মেট্রিকটন করে এবং ৩ পার্বত্য জেলার ২৩ উপজেলায় ১ মেট্রিকটন করে মোট ৪২৪ উপজেলায় মোট ৮৪৮ কেন্দ্রে এই চাল বিক্রি হবে।

এছাড়া, ওএমএস (সাধারণ) কর্মসূচির আওতায় ঢাকা মহানগর, জেলা সদর পৌরসভা, ৮ সিটি করপোরেশন ও ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরের শিল্প এলাকার ৯০৬টি কেন্দ্রে প্রতিদিন ১ টন করে ৯০৭ মেট্রিকটন চাল বিক্রি করা হবে।