সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ রংপুরে গ্রেপ্তার

By নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর
30 January 2025, 16:58 PM

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে রংপুর শহরের পোস্ট অফিস সংলগ্ন সেন্ট্রাল রোডের আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, নুরুজ্জামান একাধিক মামলার আসামি, যার মধ্যে হামলা, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। বিশেষ করে রংপুরে পরিচালিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ আরও ১২৮ জনের বিরুদ্ধে রংপুরের আন্দোলনকর্মী মাহামুদুল হাসান মুন্নার মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গত বছরের ২৯ আগস্ট মুন্নার বাবা আবদুল মজিদ রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। একই মামলায় গত ২৮ জানুয়ারি গ্রেপ্তার করা হয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আল-আমিন হোসেনকে। রংপুরের বাবুপাড়া স্টেশন এলাকা থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

এর আগে গত বছরের ২৭ অক্টোবর নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে লালমনিরহাট জেলায় আরও আটটি মামলা রয়েছে, যা গত বছরের ৫ আগস্টের পর থেকে দায়ের হয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।