ডিআইজি-এসপিসহ পুলিশের ৮২ ঊর্ধ্বতন কর্মকর্তা ওএসডি

By স্টার অনলাইন রিপোর্ট
25 February 2025, 13:20 PM
UPDATED 25 February 2025, 20:55 PM

ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপিসহ পুলিশের ৮২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।

আজ বুধবার তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের ওএসডির কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

একটি প্রজ্ঞাপনে ২১ জন, একটিতে ৬০ জন ও অপর আরেকটি প্রজ্ঞাপনে এক অতিরিক্ত মহাপরিদর্শককে ওএসডি করার কথা জানানো হয়েছে।

ওএসডি হওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন। প্রজ্ঞাপন তিনটি একসঙ্গে নিচে দিয়ে দেওয়া হলো।