দুদকের মামলায় খালাস পেলেন বরকত উল্লাহ বুলু

By স্টার অনলাইন রিপোর্ট
25 March 2025, 09:02 AM

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার মামলার শুনানির দিন ধার্য ছিল। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

এর আগে, অবৈধভাবে ৩৮ কোটি ৩৭ লাখ ৯৬ হাজার ৯০৭ টাকার সম্পদ অর্জন এবং ৫৮ লাখ ৪৬ হাজার ৫৬৩ টাকার সম্পদ বিবরণী গোপনের অভিযোগে এ মামলা করা হয়।

আজ দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বুলুর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রায়ে বিচারক বলেন, বিএনপি নেতার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে প্রসিকিউশন ব্যর্থ হয়েছে এবং তিনি মামলার অভিযোগ থেকে খালাস পেলেন।

আদালত মামলার বাদীসহ রাষ্ট্রপক্ষের ২১ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন।

২০০৮ সালের ৭ জানুয়ারি বুলু, তার স্ত্রী শামীমা আক্তার ও ছেলে ওমর শরীফ মোহাম্মদ ইমরানের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মঞ্জুর আলম।

এরপর ২০০৮ সালের ২০ আগস্ট বুলু, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। কিন্তু উচ্চ আদালতে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বুলুর স্ত্রী ও ছেলের বিচার কার্যক্রম বাতিল হয়ে যায়।

এরপর ২০১৮ সালের ১৩ নভেম্বর বরকত উল্লাহ বুলুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।