‘কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড’ পেলেন ড. মুহাম্মদ ইউনূস

বাসস
বাসস
13 June 2025, 05:07 AM
UPDATED 13 June 2025, 12:23 PM

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গতকাল বৃহস্পতিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন।

অধ্যাপক ইউনূস 'মানুষ, প্রকৃতি ও পরিবেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের নিশ্চয়তা দেওয়া, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনা ও একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ এবং টেকসই বিশ্ব গঠনে তার অনন্য অবদানের' স্বীকৃতি হিসেবে এই অ্যাওয়ার্ড পেয়েছেন।

পুরস্কার নেওয়ার সময় অধ্যাপক ইউনূস বলেন, 'এটি একটি চমৎকার পুরস্কার'।

তিনি বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময়ে পাশে থাকার জন্য ব্রিটেনের রাজাকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‌'এই পুরস্কার আমাদের কাজের স্বীকৃতি, যা দুর্বল জনগোষ্ঠীর উন্নয়নে আমরা করেছি এবং এটি সেই মূল্যবোধের প্রতিফলন, যা মহামান্য রাজাও ধারণ করেন।'

অধ্যাপক ইউনূস বলেন, 'এটি আমাদের অবস্থান তুলে ধরার এক অসাধারণ উপায়।'

তিনি আরও বলেন, এটি বাংলাদেশের তরুণদের অনুপ্রাণিত করবে 'তাদের স্বপ্নের দেশ গড়তে।'

election.jpg
বৃহস্পতিবার হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত আলাপে রাজা চালর্স। ছবি : সিএ ফেসবুক

পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে রাজা চার্লস প্রধান উপদেষ্টাকে বাকিংহাম প্যালেসে ব্যক্তিগত সাক্ষাতের জন্য স্বাগত জানান।

আধা ঘণ্টাব্যাপী একান্ত সাক্ষাতে তারা পারস্পরিক আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।