ব্যক্তিগত কাজে কক্সবাজারে আছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

By স্টার অনলাইন রিপোর্ট
5 August 2025, 10:54 AM
UPDATED 5 August 2025, 18:59 PM

ব্যক্তিগত কারণে কক্সবাজারে গেছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি জানান, তার সঙ্গে আরও কয়েকজন এনসিপি নেতা রয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে দ্য ডেইলি স্টারকে একথা জানান নাসীরুদ্দীন।

তিনি জানান, আজ দুপুর ১টার দিকে তিনি, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা এবং খালেদ সাইফুল্লাহ কক্সবাজারে যান।

কক্সবাজার বিমানবন্দর সূত্র জানায়, এনসিপি নেতারা সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছান।

জানতে চাইলে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুপুরের কিছু পরেই এনসিপির নেতারা একটি হোটেলে চেকইন করেন। তারা কোনো পুলিশ প্রোটোকল চাননি এবং ছুটি কাটাতে এসেছেন বলে মনে হয়।'

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে এনসিপির কয়েকজন নেতা কক্সবাজারে গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে খবর আসে।

এ বিষয়ে জানতে চাইলে নাসীরউদ্দীন বলেন, 'আমরা যে হোটেলে আছি সেখানে পিটার হাস কেন, কোনো বিদেশিই নেই। পিটার হাস দেশেই নেই শুনছি।'

'আমাদের নিয়ে একটা মিডিয়া প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। মিডিয়া ইনটেনশনালি এই কাজটা করতেছে,' বলেন তিনি।

পিটার হাস বর্তমানে মার্কিন বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে কর্মরত। এর আগে তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত তিনি রাষ্ট্রদূত ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তিতে আজ রাষ্ট্রীয় নানা কর্মসূচির মধ্যে তাদের কক্সবাজার সফর নিয়ে জানতে চাওয়া হলে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, সবগুলো রাজনৈতিক দল থেকেই কয়েকজন করে নেতাকর্মী যাবেন। এনসিপি থেকেও প্রতিনিধি দল যাবে বলে জানান তিনি।

'আমি অনুষ্ঠানে যাইনি। আমরা কক্সবাজারে এসেছি, তবে কোনো মিটিংয়ের জন্য নয়, ব্যক্তিগত কাজে এসেছি,' বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এদিকে, এনসিপি নেতাদের কক্সবাজার আসাকে 'নির্বাচনবিরোধী ষড়যন্ত্র' উল্লেখ করে বিকেলে সি পার্ল হোটেলের গেটের সামনে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তাদের অভিযোগ, নির্বাচনের বিষয়ে ষড়যন্ত্র হচ্ছে।