কর্ণফুলী টানেলে বাস উল্টে আহত ৪

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
4 October 2025, 12:01 PM
UPDATED 4 October 2025, 19:05 PM

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতরে যাত্রীবাহী বাস উল্টে চার যাত্রী আহত হয়েছেন। তবে দুর্ঘটনায় টানেলের কোনো ক্ষতি হয়নি।

আজ শনিবার দুপুর ১টার দিকে টানেলের পতেঙ্গা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্র্যাফিক) গোলাম সামদানী হিমেল বলেছেন,যাত্রীবাহী বাস পতেঙ্গা থেকে যাত্রী নিয়ে আনোয়ারা প্রান্তের দিকে যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে বাসটি উল্টে যায়। এতে তিন থেকে চারজন আহত হয়েছেন। তবে কারও অবস্থা গুরুতর নয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় টানেলের তেমন ক্ষতি হয়নি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক। 

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, টানেলের ভেতরে একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 

তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও কেউ আইনি ব্যবস্থা নেয়নি।