ঢাকা-সিলেট মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, আটকা পড়লেন সেতু উপদেষ্টা

By নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া
8 October 2025, 06:46 AM

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে অন্তত ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, গত রাত থেকে আশুগঞ্জের সোহাগপুর এলাকা থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।

jam_bbaria1_8oct25.jpg
ছবি: সংগৃহীত

এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।

সূত্র জানিয়েছে, আশুগঞ্জ নৌ বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে ধীরগতিতে। এর মধ্যে আশুগঞ্জ গোল চত্বর থেকে সরাইল-বিশ্বরোড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। এই অংশ পার হতে চার থেকে ছয় ঘণ্টা পর্যন্ত সময় লাগছে। সড়কের এক পাশ বন্ধ রেখে সংস্কারকাজ করায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

jam_bbaria2_8oct25.jpg
ছবি: সংগৃহীত

এদিন সকালে সড়কের বেহাল অংশ পরিদর্শনে আসার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় নিজেও যানজটের কবলে পড়েন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

জাহাঙ্গীর আলম বলেন, 'সড়কের খারাপ অবস্থার কারণে প্রতিনিয়ত যানজট তৈরি হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে হাইওয়ে পুলিশ।'

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম বলেন, 'সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা আশুগঞ্জ থেকে সরাইলের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন। পথে বাহাদুরপুর-মৈত্রী স্তম্ভ এলাকায় তিনি যানজটে আটকে পড়েন।'