বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে খালে ডুবে শিশুর মৃত্যু

By নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ
11 October 2025, 16:18 PM
UPDATED 11 October 2025, 22:27 PM

কিশোরগঞ্জের নিকলীতে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে খালে ডুবে শিশু সাওদা আক্তারের (১১) মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলার ষাইটধার গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাওদা ওই গ্রামের আছাব উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঠেলা জাল নিয়ে বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যান আছাব। তার সঙ্গে ছিল দুই মেয়ে সাওদা ও তাসলিমা (৭)। ফেরার পথে বাড়ির পাশের একটি খালে পা পিছলে পড়ে যায় দুই বোন। এ সময় বাবা আছাব ছুটে গিয়ে ছোট মেয়ে তাসলিমাকে উদ্ধার করতে পারলেও সাওদাকে খুঁজে পাননি। পরে স্থানীয়রা জাল টেনে তার মরদেহ উদ্ধার করে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।