চুয়াডাঙ্গা সীমান্তে ৩১ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

By নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা
25 October 2025, 12:19 PM
UPDATED 25 October 2025, 18:46 PM

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে আটক হওয়া ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ শনিবার দুপুরে দর্শনা জয়নগর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করা হয়। 

বিজিবি জানায়, ফেরত আসা ৩১ বাংলাদেশি বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের অভিযোগে আটক হয়েছিলেন। পরবর্তী সময়ে ভারতীয় আদালতের আদেশে এবং কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্নের পর তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, হস্তান্তর করা ৩১ বাংলাদেশির মধ্যে ১৩ জন পুরুষ, ১৫ জন নারী ও তিনজন শিশু। তারা ভারতের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন ধরে বন্দি ছিলেন।