ফরিদপুরে গাছ ফেলে অবরোধ, বাস চলাচল বন্ধ
সড়ক অবরোধ করায় ফরিদপুর জেলার সঙ্গে সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বিশেষ করে ভাঙ্গা থেকে ঢাকাগামী বাসগুলো আজ সকাল থেকে রাস্তায় নামেনি।
ভাঙ্গার সোয়াদী ও পুলিয়া এলাকায় গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ সকাল থেকেই বন্ধ হয়ে যায়।
ফরিদপুর বাস মালিক কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সব রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
গোল্ডেন লাইন বাস কাউন্টারের ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন জানান, সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাস বন্ধ আছে। পরে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
ফরিদপুর বাস মালিক গ্রুপের নেতা কামরুজ্জামান সিদ্দিকী বলেন, 'আমরা বাস চালাতে চাই। তবে যাত্রী না পেলে তো খালি বাস চালানো সম্ভব নয়।'
সকাল সাড়ে ৬টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাঙ্গার আলগী ইউনিয়নের সোয়াদী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন।
এছাড়া, মাধবপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে ও পুলিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে একই ধরনের অবরোধের খবর পাওয়া গেছে।
সময় বাড়ার সঙ্গে সঙ্গে অবরোধকারীর সংখ্যা বাড়ছে। অনেকেই দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ঢাল-সড়কি নিয়ে রাস্তায় অবস্থান নিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, 'মাধবপুর এলাকায় অবরোধকারীরা সড়ক বন্ধ করতে পারেনি। তবে পুলিয়া এলাকায় অবরোধ করা হলেও এক ঘণ্টার মধ্যেই সরিয়ে ফেলা হয়েছে। পুলিশ অবরোধ তুলে নিতে কাজ করছে।'