নিষেধাজ্ঞার মধ্যেই নাফাখুম যান ১৭ পর্যটক, গোসলে নেমে নিখোঁজ ১

By নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
15 November 2025, 08:22 AM

বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম ঝরনায় গোসলে নেমে ইকবাল হোসেন (২৪) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। ওই এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিষয়টি আজ শনিবার সকালে জানাজানি হয়।

নিখোঁজ ইকবাল হোসেন ঢাকা জেলার ডেমরা থানার সারুলিয়া ইউনিয়নের রসুলনগর গ্রামের মফিজুর ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা ডেমরা এলাকা থেকে ১৭ সদস্যের একটি পর্যটকদল থানচি ভ্রমণে আসে। পরে প্রশাসনের অনুমতি ছাড়াই তারা নাফাখুম এলাকায় যায়। বিকেলে ঝরনায় গোসল করতে নেমে ইকবাল হোসেন নিখোঁজ হন। 

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার বলেন, গতকাল সন্ধ্যার আগে নাফাখুম এলাকায় এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর শুনেছি। তবে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, ঢাকা থেকে আসা পর্যটকদলের একজন ঝরনায় গোসল করতে নেমে নিখোঁজ হন। ঘটনাটি প্রথমে স্থানীয় বিজিবি ক্যাম্পকে জানান তারা। 

তিনি আরও বলেন, এই মুহূর্তে নাফাখুম এলাকায় পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তবুও দলটি প্রশাসনকে না জানিয়েই সেখানে যায়। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে বিজিবি, ফায়ার সার্ভিস ও প্রশাসনের যৌথ অভিযান চলছে।