২০ হাজার বছরের পুরোনো মাছের জীবাশ্ম চবির জাদুঘরে

By এস এম মাহফুজ আহমেদ
15 November 2025, 14:58 PM
UPDATED 15 November 2025, 23:07 PM

প্রায় ২০ হাজার বছরের পুরোনো একটি বিরল মাছের জীবাশ্ম সংরক্ষিত করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাদুঘরে। গবেষকরা একে দেশের যেকোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে উল্লেখযোগ্য প্রাগৈতিহাসিক নমুনা বলে অ্যাখ্যা দিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, জীবাশ্মটি কেবল প্রাচীন জীববৈচিত্র্যই নয়, সেই সময়ের পরিবেশগত অবস্থা সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দেয়। 

জাদুঘর কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের একটি পলিস্তর থেকে উদ্ধার করা হয় জীবাশ্মাটি। একই সময়ে ১০ হাজার বছরেরও বেশি পুরোনো একটি প্রাগৈতিহাসিক কাঠের জীবাশ্মও পাওয়া যায়।

বিশেষজ্ঞদের মতে, হাজার হাজার বছর ধরে জলজ প্রজাতি প্রাচীন নদী বা জলাশয়ের নিচে চাপা পড়ে থাকতে থাকতে একসময় খনিজ পদার্থে পরিণত হয়। মাছের জীবাশ্মটি সেরকমই একটি রূপ। এ ধরনের জীবাশ্ম প্রায়শই হাড়, আঁশ এবং শরীরের ছাপ সংরক্ষণ করে, যা প্রাগৈতিহাসিক প্রাণীর বিবর্তন ইতিহাস বোঝার জন্য অমূল্য।
 
জাদুঘরের সিনিয়র গ্যালারি অ্যাটেনডেন্স অফিসার মো. আলী হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ২০ হাজার বছরেরও বেশি পুরোনো এই জীবাশ্ম গবেষক এবং শিক্ষার্থীদের জন্য একটি বিরল প্রাগৈতিহাসিক নমুনা। বাংলাদেশের প্রাচীন ইতিহাস বোঝার জন্য এটি উল্লেখযোগ্য ভূতাত্ত্বিক গুরুত্ব রয়েছে।

জাদুঘরে ঘুরতে আসা দর্শন বিভাগের ছাত্র আলতাফুর রহমান বলেন, বাংলাদেশে এ ধরনের প্রাচীন জীবাশ্ম দেখার সুযোগ বিরল। আমরা ভাগ্যবান যে এখানে এই নমুনা রয়েছে।

১৯৭৩ সালের ১৪ জুন চালু হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর দুর্লভ পাণ্ডুলিপি, প্রাচীন নিদর্শন এবং বিখ্যাত শিল্পকর্মের একটি অনন্য ভান্ডার। এর বিস্তৃত সংগ্রহের প্রতিটি জিনিস এ অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি এবং শৈল্পিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করে।