শাহবাগে বিক্ষোভরত বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

By স্টার অনলাইন রিপোর্ট
25 November 2025, 12:30 PM
UPDATED 25 November 2025, 21:59 PM

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে শাহবাগ থানা সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় চারুকলা ইনস্টিটিউটের সামনের সড়কে জড়ো হয়ে বিক্ষোভ করেন বিসিএস পরীক্ষার্থীরা।

পরীক্ষা পেছানোর দাবিতে গত কয়েকদিন ধরে তারা আন্দোলন করে আসছিলেন।

আজ তারা শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা'র দিকে যাওয়ার ঘোষণা দেন। কিন্তু পুলিশ শাহবাগ থানার সামনে ব্যারিকেড দিলে তারা সেটি ভাঙার চেষ্টা করেন। এসময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে বিক্ষোভরতদের ছত্রভঙ্গ করে দেয়।

পরীক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পুলিশের দিকে ইট-পাটকেল ছোড়ে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিক্ষোভকারীরা আবার টিএসসির দিকে জড়ো হতে থাকেন।

সাড়ে ৬টায় এ প্রতিবেদন তৈরি পর্যন্ত ধাওয়া পাল্টা-ধাওয়া চলছিল। টিএসসি-শাহবাগ সড়কে পুরো সময় যান চলাচল বন্ধ আছে।

এদিকে, সংঘর্ষে আহত পাঁচজন বিসিএস পরীক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (হাসপাতালে) নেওয়া হয়েছে। তারা হলেন- শাকিল আহমেদ (২৬), আশিকুর রহমান (২৫), শাহিনুর (২৮), আবরার শাহরিয়ার উল্লাস (২৮), ও রিয়াজ (২৭)।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, আহত পাঁচজন বিসিএস পরীক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।