একদিনে ৮২৬ বিচারকের পদোন্নতি-বদলি-পদায়ন

By স্টার অনলাইন রিপোর্ট

একদিনে ৮২৬ বিচারকের পদোন্নতি, বদলি ও পদায়ন করেছে আইন মন্ত্রণালয়।

আজ বুধবার বিকেলে মন্ত্রণালয় সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ হিসেবে পদোন্নতি পেয়েছেন ২৫০ জন এবং যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ হয়েছেন ২৯৪ জন।

এছাড়া, সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ হিসেবে পদোন্নতি পেয়েছেন ২৮২ জন।

সূত্র জানায়, সূপ্রিম কোর্টের পরামর্শক্রমে এসব পদোন্নতি, বদলি ও পদায়নের সিদ্ধান্ত হয়েছে।

পৃথক পৃথক আদেশের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।