শিক্ষার্থী খুন, পরে থানায় চাইনিজ কুড়াল নিয়ে বন্ধুর আত্মসমর্পণ

By নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ
28 November 2025, 05:16 AM
UPDATED 28 November 2025, 22:09 PM

ময়মনসিংহের ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে মুনতাসীর ফাহিম (২২) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর কুড়াল নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন নিহতের বন্ধু অনিক। নিহত ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের রেজাউল ইসলাম বাদল মিয়ার ছেলে। আর অনিক ত্রিশাল পৌরসভার দরিরামপুর এলাকার জহিরুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, নজরুল একাডেমির ভোকেশনাল শাখার দক্ষিণ পাশে পানির ট্যাংকের কাছে চাইনিজ কুড়াল দিয়ে ফাহিমের ওপর হামলা চালান অনিক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

তিনি বলেন, রাত ৯টার দিকে রক্তমাখা কুড়াল হাতে থানায় এসে অনিক জানান, তিনি তার বন্ধু ফাহিমকে হত্যা করেছেন। পুলিশ তখনই তাকে আটক করে এবং তার দেখানো স্থানে গিয়ে ফাহিমের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, ব্যক্তিগত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক অনিককে জিজ্ঞাসাবাদ চলছে।

নিহত ফাহিমের পরিবার জানায়, তিনি মালয়েশিয়ার একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। চার মাস আগে ছুটিতে দেশে আসেন। দ্রুত তার মালয়েশিয়ায় ফেরার কথা ছিল। তারা অভিযোগ করেন, অনিক পরিকল্পনা করে ফাহিমকে হত্যা করেছেন।