কারাবন্দি হলমার্ক এমডি তানভীরের মৃত্যু

By স্টার অনলাইন রিপোর্ট
29 November 2025, 19:20 PM
UPDATED 30 November 2025, 01:37 AM

কারাবন্দি হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ (৫৫) মারা গেছেন। 

শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাত-উল-ফরহাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তানভীর মাহমুদ দীর্ঘদিন ধরে কিডনি রোগ, ডায়াবেটিসসহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। দুপুরে অসুস্থতা বেড়ে গেলে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। পরে বিকেল ৪টায় ঢামেকে ভর্তি করা হয় তানভীর মাহমুদকে। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা অসুস্থ অবস্থায় আজ বিকেল ৪টার দিকে তানভীর মাহমুদকে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

গত বছরের ১৯ মার্চ সোনালী ব্যাংকের সাড়ে ১০ কোটি টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলামসহ নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সেই মামলায় কারাভোগ করছিলেন তানভীর মাহমুদ। এছাড়া সোনালী ব্যাংক থেকে প্রায় চার হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলার প্রধান আসামি ছিলেন তিনি।