মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

By স্টার অনলাইন রিপোর্ট
2 December 2025, 06:08 AM

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে। এতে অন্তত তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর অংশে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, খুলনাগামী ওয়েলকাম পরিবহনের একটি বাস রাস্তার পাশে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা আরও দুজনকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।