হবিগঞ্জে ট্রাক-পিকআপভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২

By নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার
2 December 2025, 12:49 PM
UPDATED 2 December 2025, 20:53 PM

হবিগঞ্জের বাহুবলে ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিলেটের এক ব্যবসায়ী ও পিকআপভ্যান চালক নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাহুবল মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মাহমুদ দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই পিকআপভ্যান চালক মোস্তাকিম মিয়া (৩৫) মারা যান। গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী লিটন গাজীকে (৫০) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেলে তার মৃত্যু হয়।

নিহত লিটনের ছেলে রাসেল গাজী বলেন, '"মধুময় ফুড" নামের একটি দোকানের জন্য ঢাকা থেকে মিষ্টিজাত পণ্যের চালান সংগ্রহ করে পিকআপভ্যানে সিলেটে ফিরছিলেন আমার বাবা লিটন গাজী।'

তিনি আরও জানান, বাহুবলের মৌচাক এলাকায় পৌঁছালে বিপরীতমুখী বালুবাহী ট্রাকের সঙ্গে তাদের পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এতে চালক মোস্তাকিম ঘটনা স্থলেই নিহত হন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান ডেইলি স্টারকে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।