গাংনী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৩০ জনকে পুশ-ইন

By নিজস্ব সংবাদদাতা, বেনাপোল
3 December 2025, 12:40 PM

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে নারী-শিশুসহ ৩০ জনকে পুশ-ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ বুধবার ভোরে তেঁতুলবাড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

তেঁতুলবাড়িয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, তাদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ জন নারী ও ৪ জন শিশু। দালালের সহায়তায় বিভিন্ন সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। 

পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে কলকাতার বিভিন্ন কারাগারে পাঠায়।

বিজিবি কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, 'কোনো পতাকা বৈঠক ছাড়াই বিএসএফ ৩০ জনকে তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে ঢুকিয়ে দিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নারী-পুরুষ ও শিশুদের গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।'

জানতে চাইলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল ডেইলি স্টারকে বলেন, 'বিজিবির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ৩০ জনকে গ্রহণ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'