প্রাথমিকের শিক্ষকদের আন্দোলনের অন্যতম আহ্বায়ক সামছুদ্দীনকে বদলি

By স্টার অনলাইন রিপোর্ট
4 December 2025, 18:02 PM

প্রাথমিকের শিক্ষকদের চলমান আন্দোলনের অন্যতম আহ্বায়ক সহকারী শিক্ষক মোহাম্মদ সামছুদ্দীনকে বদলির আদেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজা খাতুনের সই করা এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, নোয়াখালী সদর কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সামছুদ্দীনকে লক্ষ্মীপুরের রায়পুরে দ. চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।

এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

তিন দাবিতে প্রাথমিকের শিক্ষকদের চলমান আন্দোলনের অন্যতম আহ্বায়ক সামছুদ্দীন এবং আরও ৪ সহকারী শিক্ষক।

তাদের নেতৃত্বে 'প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ' উত্থাপিত তিন দাবি হলো: সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।