প্রাথমিকের শিক্ষকদের আন্দোলনের অন্যতম আহ্বায়ক সামছুদ্দীনকে বদলি
প্রাথমিকের শিক্ষকদের চলমান আন্দোলনের অন্যতম আহ্বায়ক সহকারী শিক্ষক মোহাম্মদ সামছুদ্দীনকে বদলির আদেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজা খাতুনের সই করা এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, নোয়াখালী সদর কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সামছুদ্দীনকে লক্ষ্মীপুরের রায়পুরে দ. চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।
এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
তিন দাবিতে প্রাথমিকের শিক্ষকদের চলমান আন্দোলনের অন্যতম আহ্বায়ক সামছুদ্দীন এবং আরও ৪ সহকারী শিক্ষক।
তাদের নেতৃত্বে 'প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ' উত্থাপিত তিন দাবি হলো: সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।