ত্বকী হত্যা মামলা: ১৫৩ মাসেও হয়নি চার্জশিট, আলোক প্রজ্জ্বলনে বাবার ক্ষোভ

By নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ
8 December 2025, 16:06 PM

নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় ১৫৩ মাসেও অভিযোগপত্র না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের বাবা রফিউর রাব্বি।

তিনি বলেন, দীর্ঘ প্রতিশ্রুতি ও অপেক্ষার পরও তদন্ত এগোয়নি; তাই দ্রুত চার্জশিট দাখিলের দাবি তাদের আগের মতোই বহাল আছে।

আজ সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে 'ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫৩ মাস' উপলক্ষে আয়োজিত আলোক প্রজ্জ্বলন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

রাব্বি জানান, অন্তর্বর্তী সরকার গঠনের পর দ্রুত নিষ্পত্তির প্রতিশ্রুতি দেওয়া মামলাগুলোর মধ্যে ত্বকী হত্যা রয়েছে অন্যতম। আদালতে মামলার তারিখ ৯৯ বার নেওয়া হলেও তদন্তকারী সংস্থা র‍্যাব এখনো অভিযোগপত্র দেয়নি।

তিনি দাবি করেন, শততম তারিখের আগেই চার্জশিট দিতে হবে।

তার অভিযোগ, এই হত্যাকাণ্ডে জড়িত শামীম ওসমান, অয়ন ওসমান, আজমেরী ও শাহ নিজামসহ সংশ্লিষ্ট সবাইকে অভিযোগপত্রে যুক্ত করতে হবে।

রাব্বির ভাষায়, বর্তমান সরকারের ত্বকী হত্যাকাণ্ড নিয়ে কোনো অনিচ্ছা নেই বলেই তারা আশা করছেন দ্রুত অগ্রগতি হবে।

রাব্বি আরও বলেন, ১৫৩ মাস ধরে ত্বকীসহ নারায়ণগঞ্জের আশিক, চঞ্চল, বুলু, মিঠু হত্যার বিচার তারা দাবি করেছেন। কিন্তু কোনো মামলারই সুরাহা হয়নি। সাগর–রুনি, তনু, মিতু হত্যার বিচারও একইভাবে ঝুলে আছে।

তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের সময়ে 'আয়নাঘর' ও গুম-খুনের মাধ্যমে দেশে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল। এরই মধ্যে নারায়ণগঞ্জে কিছু রাজনৈতিক ব্যক্তি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করছে বলেও অভিযোগ তুলেন তিনি।

রাব্বি বলেন, নারায়ণগঞ্জে খুন, দখল, চাঁদাবাজি এবং ওসমান পরিবারের প্রভাবসহ যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা প্রশাসনের নীরবতা ও পৃষ্ঠপোষকতার কারণেই স্থায়ী হয়ে ওঠে।

আলোক প্রজ্জ্বলনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবুর রহমান মাসুমও।

তিনি নারায়ণগঞ্জের সাবেক সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মুক্তি দাবি করে বলেন, সাত–খুন, ত্বকী হত্যা ও অন্যান্য ঘটনার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন, তাকেই এখন একের পর এক মামলায় জড়ানো হচ্ছে।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিনা তাজরিনের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদও বক্তব্য দেন।