নেত্রকোণা মুক্ত দিবস স্মরণে ঢাকায় আলোচনা সভা

By স্টার অনলাইন রিপোর্ট
9 December 2025, 19:57 PM

মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের এক সপ্তাহ আগে দেশের উত্তর-পূর্ব দিকের সীমান্ত জেলা নেত্রকোণা হানাদার মুক্ত হয়েছিল। 

দিনটিকে স্মরণ করতে মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে 'নেত্রকোণা মুক্ত দিবস' আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোণা সাংবাদিক ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে বলা হয়েছে, নেত্রকোণায় ৯ ডিসেম্বর রণাঙ্গনে মুক্তিবাহিনীর তিন দিক থেকে আক্রমণে পিছু হটে পাক-হানাদার বাহিনী। সেদিন নেত্রকোণা শহরকে মুক্ত করতে সম্মুখযুদ্ধে শহীদ হয়েছিলেন আবু খাঁ, আব্দুস সাত্তার ও আব্দুর রশিদ প্রমুখ।

৮ ডিসেম্বর রাত থেকে ৯ ডিসেম্বর সকাল ১০টা পর্যন্ত বীর মুক্তিযোদ্ধারা অবিরাম যুদ্ধ চালিয়ে শহরের রাজুরবাজার, চকপাড়া, সাতপাই, কাটলী, নাগড়া ও কৃষিফার্ম এলাকা থেকে দখলদার বাহিনীকে ময়মনসিংহের দিকে পালিয়ে যেতে বাধ্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা ও কবি মোশতাক আহমেদ, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মজিবুর রহমান, সংবিধান বিশেষজ্ঞ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরিফ খান, সংগঠক ও বিশিষ্ট ব্যবসায়ী জান্নাতুল বাকের খান নন্দনসহ নেত্রকোণা সাংবাদিক ফোরাম-ঢাকার সদস্যরা।

নেত্রকোণা সাংবাদিক ফোরামের সভাপতি রফিক মুহাম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সবার সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।