কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের বিক্ষোভ, ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নীতিমালায় সংশোধনের দাবিতে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে বিক্ষোভ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ী ও কর্মচারীরা।
আজ বুধবার সন্ধ্যার দিকে সোনারগাঁও মোড়ে জড়ো হন মোবাইল ফোন ব্যবসায়ী ও কর্মচারীরা। এ সময় প্রায় ৩ ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায় কারওয়ান বাজার ও এর আশপাশের এলাকায়।
সোনারগাঁও ট্রাফিক সিগন্যাল পয়েন্টের পুলিশ পরিদর্শক সাবদুল আলী মোল্লা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'মোবাইল ফোন ব্যবসায়ীরা সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে মোড় অবরোধ করেন। তখন থেকেই যান চলাচল বন্ধ হয়ে যায়।'
মোবাইল হ্যান্ডসেট ব্যবহারের ক্ষেত্রে সার্বিক শৃঙ্খলা ও সরকারের রাজস্ব আহরণ নিশ্চিত করার উদ্দেশ্যে এনইআইআর ব্যবস্থা চালু করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। যা আগামী ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
নতুন চালু হতে যাওয়া এনইআইআর নীতিমালায় সংশোধনের দাবি তুলেছেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের মোবাইল ফোন ব্যবসায়ী ইমরান হোসেন।
দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'এনইআইআর ব্যবস্থার আওতায় মোবাইল ফোন আমদানি করতে হলে আমাদের প্রায় ৫৭ শতাংশ কর দিতে হবে, এতে বর্তমান দামের তুলনায় খুচরা মূল্য প্রায় দ্বিগুণ হয়ে যাবে।'
তিনি আরও বলেন, 'সরকার এনইআইআর-এ প্রয়োজনীয় সংশোধনের ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না।'
রাত সাড়ে ৮টার দিকে কারওয়ান মোড় হয়ে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।