শেষ হলো আই-ইইই এসটিআই আন্তর্জাতিক সম্মেলন

By স্টার অনলাইন ডেস্ক
12 December 2025, 16:53 PM

শেষ হয়েছে দুই দিন ধরে চলা ৭ম আই-ইইই এসটিআই আন্তর্জাতিক সম্মেলন— সাসটেইনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রি (এসটিআই) ৫.০।

আজ শুক্রবার বিকেলে ঢাকার পূর্বাচল আমেরিকান সিটিতে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (জিইউবি) স্থায়ী ক্যাম্পাসে এই আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সম্মেলনের আয়োজক কর্তৃপক্ষ।

সম্মেলনের পৃষ্ঠপোষক ও জিইউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. এম. সাইদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তার সমাপনী বক্তব্যে সাইদুর রহমান বলেন, 'পরিবেশ এবং প্রযুক্তি একসাথে চলতে পারে— সেটিই দেখিয়েছে সম্মেলনটি। এ সম্মেলনের গবেষণাগুলো আগামীর টেকসই শিল্পায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে উপাচার্য অধ্যাপক শরীফ বলেন, 'আমরা বিশ্বাস করি এই প্ল্যাটফর্মটি বিশ্বব্যাপী শিল্প ৫.০ চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন গবেষণা এবং সহযোগিতার পথ খুলে দেবে।'

গ্রিন ইউনিভার্সিটির ইইই বিভাগের অধ্যাপক ড. এএসএম শিহাব উদ্দিন জানান, এবারের সম্মেলনে মোট ৭টি কি-নোট সেশন, ৩টি ওয়ার্কশপ, ১টি প্যানেল ডিসকাশন এবং ২৪টি টেকনিক্যাল সেশন রয়েছে। সম্মেলনে মোট ৪৩৪টি গবেষণা পেপার জমা পড়েছিল, যার মধ্য থেকে ১১৮টি পেপার নির্বাচন করা হয়েছে।

নির্বাচিত শ্রেষ্ঠ গবেষণা প্রবন্ধগুলো 'আই-ইইই এক্সপ্লোর' এবং 'স্কোপাস ইনডেক্সিং'-এ প্রকাশনার মর্যাদা পাবে বলেও জানান তিনি।

দুদিনের এ আন্তর্জাতিক সম্মেলনের প্রধান প্রতিপাদ্য ছিল 'এআই যুগে প্রযুক্তিগত বিপ্লব এবং কর্মহীনতার আশঙ্কা'।