কেরানীগঞ্জে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

By স্টার অনলাইন রিপোর্ট
13 December 2025, 02:53 AM
UPDATED 13 December 2025, 09:08 AM

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি ভবনে আগুন লেগেছে। আজ শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল জানায়, বাবুবাজারের জমেলা টাওয়ার নামে একটি ভবনের নিচতলায় আগুন লেগেছে।

খবর পেয়ে প্রথমে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। 

পরে মিডিয়া সেল থেকে জানানো হয়, ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানানো হয়নি।

এরপর ফায়ার সার্ভিস জানায়, এ পর্যন্ত মোট ৪২ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।