প্রখ্যাত আমলা, চিন্তাবিদ ও লেখক কাজী ফজলুর রহমান মারা গেছেন
কাজী ফজলুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশের প্রখ্যাত আমলা, চিন্তাবিদ ও লেখক কাজী ফজলুর রহমান মৃত্যুবরণ করেছেন।
গতকাল শনিবার মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
তার মেয়ে দূরীন শাহনাজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
ফজলুর রহমান চার মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী লিলি রহমান ২০১৪ সালে মারা যান।
দূরীন শাহনাজ জানান, ১৯৩২ সালে ফেনীতে জন্মগ্রহণকারী ফজলুর রহমান ছিলেন তার প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ আমলা ও জন-বুদ্ধিজীবী। শৈশবকাল থেকেই তিনি বাংলাদেশ-প্রেমে উদ্বুদ্ধ এবং দরিদ্র ও নিপীড়িত মানুষের সেবায় নীরব কিন্তু দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ ছিলেন।
আগামীকাল বিকেলে ধানমন্ডির বায়তুল আমান মসজিদে তার প্রথম জানাজা হবে। পরদিন দুপুরে ফেনীর শিলুয়ায় দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।