‘ভারতে বসে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে’র দাবি প্রত্যাখ্যান নয়াদিল্লির

By স্টার অনলাইন রিপোর্ট
14 December 2025, 15:53 PM

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রকাশিত প্রেস নোটে উত্থাপিত দাবিগুলো প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নয়াদিল্লি জানায়, ভারত 'কখনোই তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে ব্যবহার করতে দেয়নি।'

বাংলাদেশে 'শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন' আয়োজনের পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে ভারত।

বিবৃতিতে আরও বলা হয়, 'আমরা প্রত্যাশা করি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থাসহ অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।'

এর আগে আজই ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় ভূখণ্ড থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'উসকানিমূলক' বক্তব্য অব্যাহত রাখার সুযোগ দেওয়ায় ঢাকার তীব্র উদ্বেগ জানানো হয়।

এ সময় বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাজা কার্যকরের জন্য অবিলম্বে ফিরিয়ে আনার দাবি জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও উল্লেখ করে যে, ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ সদস্যদের 'বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে' জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশে নির্বাচন ব্যাহত করতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা ও সহায়তার অভিযোগ আনা হয়।

এ ধরনের কর্মকাণ্ড বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং জড়িতদের প্রত্যর্পণের জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানায় ঢাকা। 

এছাড়া, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজনরা যেন ভারতে পালাতে না পারে— সে বিষয়ে ভারতের সহযোগিতা চাওয়া হয়। তারা যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে, তবে তাদের অবিলম্বে গ্রেপ্তার ও প্রত্যর্পণের আহ্বানও জানানো হয়।