ক্যাডেট কলেজ ক্লাবের নতুন সভাপতি ইসতিয়াক জহির ও পরিচালক তাহমিনা রহমান
ইসতিয়াক জহির ও তাহমিনা রহমান। ছবি: সংগৃহীত
ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের ২০২৬ সালের জন্য পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন স্থপতি মো. ইসতিয়াক জহির তিতাস এবং পরিচালক (প্রশাসন ও সেবা) নির্বাচিত হয়েছেন তাহমিনা রহমান অণু।
এছাড়া পরিচালক (অর্থ ও হিসাব) পদে নির্বাচিত হয়েছেন কাজী মাসুম হোসেন নির্বাচিত হয়েছেন।
গতকাল রোববার পূর্বাচলে ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভায় নির্বাচন কমিশন ২০২৬ সালের জন্য নতুন পরিচালনা পর্ষদ ঘোষণা করেন।
নির্বাচিত অন্যান্য পরিচালকরা হলেন ডা. হাসান শাহরিয়ার মো. নূরুজ্জামান (কল্লোল), মো. আহসান রাজীব সদস্য, মাশকাওয়াত হাসান পাভেল, আশরাফুল আমিন তালুকদার (রবিন), মেজর (অব.) সৈয়দ সাহেদ হাসান কবীর, জীশান কিংশুক হক, ড. এস এম কামরুল হাসান, মো. আনোয়ারুল মোমেন, মেরী হাপাং, সামিনা ইউনুস।