নির্বাচনে কর্মচারীদের নিরপেক্ষ দায়িত্ব পালনে কড়া নির্দেশ
আসন্ন জাতীয় সংসদ ও গণভোটে সব সরকারি কর্মচারীদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে কড়া নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একইসঙ্গে রিটার্নিং অফিসারের আইনি নির্দেশনা পালনে ব্যত্যয় না করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, আইজিপি, কোস্টগার্ড ও আনসারের মহাপরিচালক, বিভাগীয় কমিশনার, ডিসি, এসপিসহ সরকারের সব দপ্তর ও সংস্থার প্রধানকে এ-সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে।
একই পরিপত্রে সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের অধীনস্থ সব অধিদপ্তর, দপ্তর ও সংস্থাকে এ- সংক্রান্ত নির্দেশনা পৃথকভাবে পাঠানোর নির্দেশও দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের সই করা এ-সংক্রান্ত পরিপত্রে সব কর্মচারীকে রিটার্নিং অফিসারের যেকোনো আইনি নির্দেশ জরুরি ভিত্তিতে পালনের কথা বলা হয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া কোনো কর্মচারীকে বদলি না করার বিষয়টিও এতে উল্লেখ করা হয়েছে।
এছাড়া জারি করা পরিপত্রে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কর্মকর্তাদের শৃঙ্খলা ও নিয়ন্ত্রণের জন্য 'নির্বাচনী কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১' বলবৎ রয়েছে বলেও স্মরণ করিয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, এ আইনে রিটার্নিং অফিসারের নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।