স্বাধীনতার বিরোধী শক্তির আস্ফালনের মধ্যেই বিজয় উৎসব করতে হচ্ছে: রুহিন হোসেন প্রিন্স

By নিজস্ব সংবাদদাতা, সাভার
16 December 2025, 06:55 AM

স্বাধীনতার ৫৪ বছর পরে স্বাধীনতাবিরোধী শক্তির আস্ফালনের মধ্যে বিজয় উৎসব পালন করতে হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

আজ মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ক্ষোভের কথা জানান।

রুহিন হোসেন প্রিন্স বলেন, '৫৪ বছর পরে, বিশেষ করে চব্বিশের গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে উচ্ছ্বাস নিয়ে বিজয় দিবস পালন করতে চেয়েছিলাম। কিন্তু আমরা ক্ষোভের সঙ্গে বলতে চাচ্ছি, স্বাধীনতার বিরোধী শক্তির আস্ফালনের মধ্যেই আমাদের এই বিজয় উৎসব পালন করতে হচ্ছে।'

ঘাতকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, 'এই জাতীয় স্মৃতিসৌধে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ প্রকৃতপক্ষে বিজয় উল্লাস করার জন্য প্রস্তুত হয়ে আছে। স্বাধীনতাবিরোধী শক্তি আমাদের কোনভাবেই পিছু হটাতে পারবে না। এবারের বিজয় দিবসে সকলের অন্যতম অঙ্গীকার হবে ঘাতকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।'

গণতান্ত্রিক অসাম্প্রদায়িক সাম্যের বাংলাদেশের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, 'বাহাত্তরের সংবিধানে অনেক ত্রুটি ছিল, কিন্তু তার অন্যতম মূলনীতি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র ছিল। অর্থাৎ গণতান্ত্রিক অসাম্প্রদায়িক সাম্যের বাংলাদেশ চাই। ৫৪ বছরে ক্ষমতাসীনরা এটা করতে পারে নাই।'

আমাদের নতুন করে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত হতে হবে বলে মনে করেন রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, 'সেই পথে যাওয়ার জন্য একটা অন্যতম পথ হলো চব্বিশের গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে আমাদের একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের পথে হাঁটা। আমরা লক্ষ্য করছি, এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য নানা মহল নানা অপতৎপরতা চালাচ্ছে।'

তিনি সরকার, নির্বাচন কমিশন, মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল ও রাজনীতি-সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানান, মুক্তিযুদ্ধের বাংলাদেশ যেন পথ না হারায়। এসময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।