বিকল্প পথে ঢাকা–ময়মনসিংহ রেল যোগাযোগ

By নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ
29 December 2025, 10:35 AM
UPDATED 29 December 2025, 16:51 PM

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলমান রাজনৈতিক অস্থিরতা ও রেললাইনে নাশকতার ঘটনায় ঢাকা–ময়মনসিংহ রেলপথে চরম অচলাবস্থা তৈরি হয়েছে।

গত দুই দিন ধরে ঢাকা–ময়মনসিংহ রেলপথে অবরোধ কর্মসূচির কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি ও দুর্ঘটনার আশঙ্কায় গফরগাঁও সেকশন এড়িয়ে ট্রেন চলাচলের জন্য বিকল্প পথ নির্ধারণ করেছে রেল কর্তৃপক্ষ।

একইসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রাও বাতিল করা হয়েছে।

আজ সোমবার ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিন্টেন্ডেন্ট আব্দুল্লাহ আল হারুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

রেলওয়ে ঢাকা রেল নিয়ন্ত্রণ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত ময়মনসিংহ থেকে ঢাকাগামী ট্রেনগুলো গফরগাঁওয়ের ওপর দিয়ে না গিয়ে গৌরীপুর–কিশোরগঞ্জ–ভৈরব রুট ব্যবহার করে চলাচল করছে।

হারুন জানান, আজ সকাল ১১ টা ১৪ মিনিটে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস কিশোরগঞ্জের ভৈরব হয়ে মনসিংহ স্টেশন ছেড়ে যায়।

একইভাবে ঢাকা থেকে ময়মনসিংহগামী ট্রেনগুলোও ভৈরব–কিশোরগঞ্জ–গৌরীপুর হয়ে ময়মনসিংহে প্রবেশ করছে বলে জানান তিনি।

মনোনয়ন নিয়ে ক্ষোভের জেরে বিএনপির নেতাকর্মীরা দ্বিতীয় দিনের মতো গতকাল রোববার রেললাইন অবরোধ করেন।

এর আগে শনিবার টানা নয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর বিকেল ৪টার দিকে ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়। তবে রোববার দুপুরে পুনরায় অবরোধের কারণে আবারও রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শনিবার বিকেলে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা রেললাইন অবরোধ করেন এবং সেখানে আগুন ধরিয়ে দেন।