তারেক রহমানের গুলশানের বাসভবনের কাছ থেকে ২ সন্দেহভাজন আটক
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের বাসভবনের কাছে থেকে সন্দেহজনক গতিবিধির কারণে দুইজনকে আটক করেছেন পুলিশ ও সিএসএফের সদস্যরা।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান দ্য ডেইলি স্টারকে জানান, ৪৬ বছর বয়সী মো. রুহুল আমিনকে আজ রোববার সকালে তারেক রহমানের বাসভবন ও আশপাশে থাকা যানবাহনের বিভিন্ন দিক থেকে ছবি তুলতে দেখা যায়।
তিনি জানান, তার কর্মকাণ্ডে সন্দেহ হলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীতে আটক করে।
রুহুল আমিন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা বলে জানান ওসি রাকিবুল।
রুহুল আমিনকে আটকের কিছুক্ষণ পর একই এলাকা থেকে মো. ওমর ফারুক নামে আরেকজনকে আটক করা হয়। তাকে তল্লাশি করে গাঁজার দুটি ছোট প্যাকেট উদ্ধার করা হয়েছে।