১৩ ও ২৪ ডিসেম্বর দেশব্যাপী বিএনপির গণমিছিল

By স্টার অনলাইন রিপোর্ট 
10 December 2022, 10:35 AM
UPDATED 10 December 2022, 16:45 PM

আগামী ১৩ ও ২৪ ডিসেম্বর দেশব্যাপী গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ শনিবার বিকেলে রাজধানীর গোলাপবাগে বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ ঘোষণা দেন।

তিনি বলেন, 'গত কয়েকদিনে এবং এর আগে বিএনপির গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী ১৩ ডিসেম্বর দেশব্যাপী গণমিছিল ও গণবিক্ষোভ কর্মসূচি পালিত হবে।'

এছাড়া আজ ঘোষিত সংসদ বিলুপ্তিসহ ১০ দাবির পক্ষে ২৪ ডিসেম্বর গণমিছিল কর্মসূচির ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে।

এর আগে শনিবার সকাল ১০টা ২০ মিনিটে গোলাপবাগে বিএনপির সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন দলের পক্ষে ১০ দাবি ঘোষণা করেন। 

এছাড়াও এ সমাবেশ থেকে বিএনপির ৭ সংসদ সদস্য পদত্যাগের ঘোষণা দেন।