শনিবার বাস চলাচল নির্ভর করবে পরিস্থিতির ওপর: পরিবহন মালিক সমিতি

By স্টার অনলাইন রিপোর্ট 
27 October 2023, 15:30 PM

আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির ওপর আগামীকাল শনিবার রাজধানীতে বাস চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে।

পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ আজ শুক্রবার রাতে দ্য ডেইলি স্টারকে এ কথা বলেছেন।

তিনি আরও বলেন, 'আগামীকাল আমরা রাজধানীতে বাস চলাচল বন্ধের কোনো নির্দেশনা দেইনি।'

ময়মনসিংহ থেকে ইতোমধ্যে বাস চলাচল বন্ধ আছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'এটা তাদের সিদ্ধান্ত। আমরা তাদের এ বিষয়ে কোনো নির্দেশ দেইনি।'

আগামীকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে সরকার পতনের একদফা দাবিতে সমাবেশ করবে বিএনপি। 

একইদিনে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এর আগে বিভিন্ন সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির সমাবেশের আগে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি। যদিও, সরকারের কর্তাব্যক্তিরা বারবার বলেছেন যে এ বিষয়ে তারা কিছু জানেন না।