উপজেলা নির্বাচন: যশোরে যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা

By নিজস্ব সংবাদদাতা, বেনাপোল
7 June 2024, 05:37 AM

যশোর সদর উপজেলায় যুবলীগ কর্মী মোহাম্মদ আলীকে (২৪) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার ভোররাতে উপজেলার বাহাদুরপুর তেঁতুলতলা মোড়ে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়।

আলী সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

ছেলের হত্যা প্রসঙ্গে আব্দুর রহমান বলেন, সদর উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী তৌহিদ চাকলাদার ফন্টুর পক্ষে কাজ করায় আলীকে হত্যা করা হয়েছে।

জেলা যুবলীগের সদস্য সচিব রেন্টু চাকলাদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'মোহাম্মদ আলী আমাদের কর্মী হিসেবে কাজ করতো।'

বাহাদুরপুরের বাসিন্দারা জানান, তৌহিদ চাকলাদার বিজয়ী হওয়ায় রাতে খাওয়া-দাওয়ার আয়োজন করেন মোহাম্মদ আলী। রাত আনুমানিক সাড়ে ৩টায় বাড়ি ফেরার সময় তেঁতুলতলা মোড়ে চার-পাঁচজন যুবক তার মাথায় গুলি করে পালিয়ে যায়। এলাকাবাসী যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলীকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মো. সুজায়েত জানান, 'ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় দুটি ও পায়ে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে।'

যশোরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এই হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।'