নির্বাচনের আগে গণভোট হতে হবে: ইসলামী আন্দোলনের আমির

By স্টার অনলাইন রিপোর্ট
11 November 2025, 11:10 AM
UPDATED 11 November 2025, 17:19 PM

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জাতীয় নির্বাচনের আগে অবশ্যই গণভোট অনুষ্ঠিত হতে হবে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে ‍যুগপৎ আন্দোলনে থাকা জামায়াত ও ইসলামী আন্দোলনসহ সমমনা আটটি দল এই সমাবেশের আয়োজন করে।

ইসলামী আন্দোলনের আমির বলেন, আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই। এটি অবশ্যই অনুষ্ঠিত হতে হবে।

তিনি বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া এবং গণভোট অনুষ্ঠিত হওয়ার পরেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। জুলাই সনদকে যদি আইনি ভিত্তি দেওয়া না করা হয়, তবে নির্বাচন অবৈধ হবে। 

রেজাউল করিম বলেন, গণভোটের দাবি কোনো একটি দলের নয়। এর পর আমরা এমন আন্দোলন শুরু করব, সরকার নির্বাচনের আগে গণভোট নিতে বাধ্য হবে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, মানুষ বুঝে গেছে, আপনাদের উদ্দেশ্য ভালো নয়।