খালেদা জিয়ার সঙ্গে আড়াই ঘণ্টা থেকে এভারকেয়ার ছাড়লেন জুবাইদা রহমান

By স্টার অনলাইন রিপোর্ট
5 December 2025, 08:56 AM
UPDATED 5 December 2025, 15:08 PM

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।

এর আগে, তিনি শাশুড়ির সঙ্গে আড়াই ঘণ্টা সময় কাটান।

পরে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে জুবাইদা রহমান এভারকেয়ার থেকে বের হয়ে ধানমন্ডির বাসার উদ্দেশ্যে রওনা দেন।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান জুবাইদা রহমান। তার আগমনকে কেন্দ্র করে হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়।

হাসপাতালে পৌঁছানোর আগে তাকে স্বাগত জানাতে হাসপাতালের বাইরে জড়ো হন বিএনপি নেতারা। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান হাসপাতালের প্রবেশপথে জুবাইদা রহমানকে স্বাগত জানান। এসময় খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানও উপস্থিত ছিলেন।

জুবাইদা রহমান আজ সকাল ১০টা ৪৪ মিনিটে তিনি লন্ডন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 

চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে জুবাইদা রহমান ঢাকায় এসেছেন। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে না আসায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে গেছে। 

শারীরিক অবস্থা ঠিক থাকলে, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে খালেদা জিয়া আগামী রোববার লন্ডনের উদ্দেশে রওনা দেবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।