বিএনপির রিল-মেকিং প্রতিযোগিতা, পুরস্কার তারেক রহমানের সাক্ষাৎ

By স্টার অনলাইন রিপোর্ট
16 December 2025, 12:31 PM
UPDATED 16 December 2025, 20:50 PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে 'আমার ভাবনায় বাংলাদেশ: জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা' শুরু হয়েছে। আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। বিজয়ী ১০ জন পাবেন তারেক রহমানের সঙ্গে একান্ত আলোচনা করার সুযোগ।

আজ রাজধানীর গুলশানের ৯০ নম্বর সড়কে বিএনপির নতুন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ প্রতিযোগিতা ঘোষণা করেন তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি রিল-মেকিং প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। 

মাহদী আমিন বলেন, এই সময়ের মধ্যে দেশ ও বিদেশের সব শ্রেণি-পেশার মানুষ দেশ গড়ার প্রত্যয়, তাদের পরিকল্পনা, প্রত্যাশা এবং ভাবনা-চিন্তা এক মিনিটের রিল ভিডিওর মাধ্যমে অনলাইনে সাবমিট করতে পারবেন। এই রিলের কনটেন্ট হতে পারে স্যাটায়ার, গান, সংলাপ, ডকুমেন্টারি, অ্যানিমেশন, কিংবা কয়েকটি ছবি বা আর্টের সমন্বয়। ভিডিওর মাধ্যমে গঠনমূলক সমালোচনা, নতুন ভাবনা, বিস্তারিত পরিকল্পনা কিংবা ব্যক্তিগত অভিব্যক্তির বহিঃপ্রকাশ ঘটাতে পারবেন প্রতিযোগীরা।

তিনি আরও বলেন, 'আমার ভাবনায় বাংলাদেশ' এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো—দেশ গড়ার মহাপরিকল্পনায় দেশের প্রতিটি মানুষকে সম্পৃক্ত করার সুযোগ করে দেওয়া এবং একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে গণমানুষের যে ভাবনা এবং পরিকল্পনা, সেগুলোকে রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করা।

মাহদী আমিন আরও বলেন, এই কর্মসূচির সবচেয়ে বড় চমক হলো—মেধাভিত্তিক শীর্ষ ১০ জন বিজয়ীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি অনুষ্ঠানের মাধ্যমে একান্ত আলোচনা করার সুযোগ দেওয়া হবে।

প্রতিযোগিতায় ১১টি বিষয় নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া, ইমাম-মুয়াজ্জিনদের সম্মান, প্রবাসী, দুর্নীতিমুক্ত বাংলাদেশ ও আমি যেমন দেশ চাই।