বিএনপির ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন রুমিন ফারহানা

By নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া
24 December 2025, 10:31 AM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগত সমঝোতায় বিএনপির ছেড়ে দেওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

আজ বুধবার দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান ও সাবেক কয়েকশ নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

আলী হোসেন বলেন, রুমিন ফারহানার পক্ষে তাকে এবং আরও কয়েকজন নেতাকর্মীকে মনোনয়ন ফরম সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল। ফরম সংগ্রহ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত রুমিন ফারহানাই নেবেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইলের ইউএনও মো. আবুবকর সরকার জানান, দুপুর দেড়টার দিকে রুমিন ফারহানার পক্ষে কয়েকজন নেতাকর্মী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বুধবার বিকেল পৌনে চারটা পর্যন্ত এ আসনে মোট আটজন প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম নেওয়া হয়েছে।

সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানাসহ অন্তত অর্ধডজন নেতা। তবে আসনটি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দেয় বিএনপি। এ আসনে দলটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বিএনপির সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে, মঙ্গলবার বিএনপির জোট প্রার্থী ঘোষণার প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, বিএনপির মতো বড় দলকে জোটের বাস্তবতা বিবেচনায় নিতে হয়। জমিয়তে উলামায়ের সঙ্গে জোট হলে আসন ছেড়ে দেওয়া ছাড়া উপায় ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী হলে দলীয় কোনো শাস্তিমূলক সিদ্ধান্ত আসতে পারে কি না—এমন প্রশ্নে রুমিন ফারহানা বলেন, ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে দল তা নেবে, এতে তার কিছু বলার নেই।