তারেক রহমানের সঙ্গে দেশে ফিরল ‘জেবু’

By স্টার অনলাইন রিপোর্ট
25 December 2025, 06:53 AM

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে তিনি ঢাকায় পৌঁছান। তবে তাদের সঙ্গে দেশে এসেছে পরিবারের আরেক সদস্য—তারেক রহমানের পোষা বিড়াল 'জেবু'।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের সঙ্গে এই বিড়ালটির ছবি দেখা গিয়েছিল। আজ সকালে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিড়ালটির ছবি শেয়ার করা হয়। বিশেষ ব্যবস্থায় জেবুকে একটি বাক্সে করে বাংলাদেশে আনা হয়েছে।

তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি আজ সকাল ৯টা ৫৮ মিনিটে প্রথমে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতির পর বেলা ১১টা ১৩ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। পরে বেলা ১১টা ৫০ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান।

এদিকে তারেক রহমানের দেশে ফেরা ঘিরে বিমানবন্দর এলাকা ও ৩০০ ফিট পর্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রিয় নেতাকে স্বাগত জানাতে সকাল থেকেই হাজারো নেতাকর্মী বিমানবন্দর এলাকায় ভিড় করেছেন। বিমানবন্দর থেকে তারেক রহমান ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন। সেখানে তিনি ভাষণ দেবেন। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে মা খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তিনি গুলশানে বাসভবন 'ফিরোজা'য় যাবেন।