ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

By স্টার অনলাইন রিপোর্ট
27 December 2025, 06:06 AM
UPDATED 27 December 2025, 12:24 PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার সকালে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। 

পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করেন।

সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তারেক রহমান একটি সাদা গাড়িতে করে তার গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে বের হন।  এরপর কড়া নিরাপত্তার মধ্যে সকাল সোয়া ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান।

তারেক রহমান প্রথমে ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর মোনাজাত করেন। পরে তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে ফুল দেন ও মোনাজাত করেন।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ অনেকে উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর তার জাতীয় পরিচয়পত্র নিবন্ধন এবং ভোটার হিসেবে নিজেকে তালিকাভুক্ত করার জন্য নির্বাচন কমিশন অফিসে যাওয়ার কথা রয়েছে।